ওয়েব ডেস্ক: আগে ভাল করে ঝামেলা করুন, পরে দেখা যাবে। হামলা থেকে রেহাই পেতে পুলিসের কাছে গিয়ে এমনই আজব পরামর্শ শুনতে হল তরুণীকে। মালিপাঁচঘড়া  থানার বিরুদ্ধে এমন অভিযোগই উঠছে। যদিও পুলিস এই অভিযোগ মানতে নারাজ। তাঁদের দাবি, তদন্ত চলছে। দুষ্কৃতীরা চড়াও হয়েছে। বাবা-ভাই মার খাচ্ছে। ঘরের সামনেই থানা। তাই মালিপাঁচঘড়া থানায় ছুটে গিয়েছিলেন হাওড়ার নস্করপাড়ার বাসিন্দা সুনীতা চৌধুরী। মালিপাঁচঘড়া থানার কর্তব্যরত অফিসারকে তিনি বলেন, আমার বাবা-ভাইকে মারছে, আপনারা আসুন, কিছু করুন। অভিযোগ, পুলিসকর্মী সে সময় উত্তর দেন,  আগে নিজেরা ঝামেলা করুন, পরে পুলিস দেখবে


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!


সাহায্যের হাত বাড়ায়নি পুলিস। সে সুযোগে সুনিতার বাবা ও ভাইকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। চলে বাড়ি ভাঙচুরও। কেন এই হামলা? দীর্ঘদিন ধরেই বাউন্ডারি ওয়াল তোলা নিয়ে চৌধুরী পরিবারের সঙ্গে বিবাদ তাঁদের প্রতিবেশীর। বিবাদ মামলা পর্যন্ত গড়ায়। আর এ জন্য তাঁদের ওপর হামলা বলে অভিযোগ চৌধুরী পরিবারের। আচমকা হামলা, তার ওপর পাশে থাকল না পুলিসও। আজব পরামর্শ দিয়ে পুলিস থানাতেই থাকল। গোটা ঘটনায় আতঙ্কিত চৌধুরী পরিবার। যদিও পুলিস এমন অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, ঘটনার তদন্ত চলছে।


আরও পড়ুন  কথা অনেকেই দিয়েছিলেন, প্রচারও হয়েছিল, তবুও ভাল নেই সিদ্দিকা