ওয়েব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকরণ দখলের লড়াই শুরু যে জেলায়, আজ ভোটযুদ্ধ সেখানে। জমি আন্দোলনের পরে পরেই, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করে তৃণমূল। তারপর নন্দীগ্রাম থেকে উপনির্বাচনে জিতে বিধানসভায় যান নিহত কৃষকের মা ফিরোজা বিবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়যাত্রার সেই সূচনা।


পাঁচ বছর সরকার চালানোর পর আজ ফের ভোট পূর্ব মেদিনীপুরে। সাবেক বামদুর্গ এখন তৃণমূলের শক্তঘাঁটি। নন্দীগ্রামে লড়ছেন দাপুটে সাংসদ শুভেন্দু অধিকারী। ফিরোজা বিবি লড়ছেন পাঁশকুড়া পশ্চিমে। উপকূলবর্তী জেলাকে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলেছে কমিশন। ১৬টি বিধানসভা আসনের জন্য মোতায়েন করা হচ্ছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকছে ৬০০টি মোবাইল ভেহিকেল। সমুদ্র উপকূলের নিরাপত্তায় থাকছে ৫০টি স্পেশাল টিম।