ওয়েব ডেস্ক: জোড়া ঘূর্ণাবর্তের জের। সকাল থেকে বিভিন্ন জেলায় বসন্তের বৃষ্টি। মেট্রোর কাজ চলাকালীন হাওড়া ময়দান এলাকায় পাইপ ফেটে বিপত্তি। জেলা গ্রন্থাগারের সামনে নিকাশি নালা ওভার ফ্লো করায় জলমগ্ন গোটা এলাকা। দুর্ভোগে স্থানীয়রা।


জোড়া ঘূর্ণাবর্তের একটি রয়েছে ঝাড়খণ্ডের ওপর, আরেকটি বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলে। দুয়ের জোড়া ফলাই অকাল-বৃষ্টি। এর জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে। মার্চেও  জমাটি ঠাণ্ডার আমেজ।  আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। শুক্রবার আরও বাড়তে পারে তীব্রতা। তবে দোলের দিনে এবার মুখ ভার করেই থাকবে আকাশ। (আরও পড়ুন- জোড়া ঘূর্ণাবর্তে আজও চলবে মেঘ-বৃষ্টির খেলা)