জোড়া ঘূর্ণাবর্তে আজও চলবে মেঘ-বৃষ্টির খেলা

জোড়া ঘূর্ণাবর্তের জের। আজও মেঘ-বৃষ্টির খেলা চলবে। জোড়া ঘূর্ণাবর্তের একটি রয়েছে ঝাড়খণ্ডের ওপর, আরেকটি বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলে। দুয়ের জোড়া ফলাই অকাল-বৃষ্টি। এর জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে। মার্চেও  জমাটি ঠাণ্ডার আমেজ।  আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। শুক্রবার আরও বাড়তে পারে তীব্রতা। দোলের দিনে এবার মুখ ভার করেই থাকবে আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বেশি হবে। আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা দোলের পরদিন থেকে।  

Updated By: Mar 9, 2017, 08:36 AM IST
জোড়া ঘূর্ণাবর্তে আজও চলবে মেঘ-বৃষ্টির খেলা

ওয়েব ডেস্ক: জোড়া ঘূর্ণাবর্তের জের। আজও মেঘ-বৃষ্টির খেলা চলবে। জোড়া ঘূর্ণাবর্তের একটি রয়েছে ঝাড়খণ্ডের ওপর, আরেকটি বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলে। দুয়ের জোড়া ফলাই অকাল-বৃষ্টি। এর জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে। মার্চেও  জমাটি ঠাণ্ডার আমেজ।  আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। শুক্রবার আরও বাড়তে পারে তীব্রতা। দোলের দিনে এবার মুখ ভার করেই থাকবে আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বেশি হবে। আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা দোলের পরদিন থেকে।  

.