ওয়েব ডেস্ক: মালদহের কালিয়াচকে ফের সালিশি সভার মাতব্বরী। দুই প্রতিবেশীর বাড়ির সীমানা নিয়ে ঝামেলা মেটাতে সালিশ বসে। সভার নিদান না মানায় মারধর করা হয়।গুরতর জখম হয়ে হাসপাতালে ভর্তি তিনজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!


সালিশির নিদান না মানায়, সালিশি সভাতেই বেধড়ক মারধর করা হয় রঞ্জিত মণ্ডল ও তার পরিবারকে। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রঞ্জিত মণ্ডল , তাঁর ভাই ও স্ত্রী। কালিয়াচক থানার উট্টিটোলা গ্রামের বাসিন্দা রঞ্জিত মণ্ডল ও সুমিত মণ্ডল। বাড়ির সীমানা নিয়ে দুজনের বিবাদ দীর্ঘদিনের। বিবাদ মেটাতে গ্রামের সবাইকে নিয়ে সভা ডাকা হয়। সেই সভাতেই রঞ্জিত মণ্ডলকে কিছুটা জমি ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ না মেনে প্রতিবাদ করায় মারধর করা হয় রঞ্জিত মণ্ডলকে। অভিযোগ, সভায় উপস্থিত গ্রামের মাতব্বরদের সঙ্গে নিয়ে হামলা চালায় সুমিত।ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিস।


আরও পড়ুন  পুলিসের কাছে গিয়ে আজব পরামর্শ শুনতে হল তরুণীকে!