ওয়েব ডেস্ক: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের দাপট। একনাগাড়ে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। জল জমল শহরের বিস্তীর্ণ এলাকায়। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এখন অবস্থান করছে বাংলাদেশ সন্নিহত পশ্চিমবঙ্গে। এর জেরে আজ দিনভর বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।  উল্লম্ব মেঘের কারণে জায়গায় জায়গায় বজ্রবিদ্যুত্‍সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক এলাকা। জল জমে যায় দক্ষিণ কলকাতার এক্সাইড চত্বর, রয়েড স্ট্রিট, শম্ভুনাথ পণ্ডিত রোড, এলগিন রোড, পটারি রোডে। রাজপথে জল না জমলেও দক্ষিণ কলকাতার একাধিক ছোট রাস্তা বা গলিতে জল জমে যায়। কালীঘাট, সাদার্ন অ্যাভিনিউ, ঢাকুরিয়া, বেহালা, টালিগঞ্জে বেশ কিছু রাস্তায় জল জমার খবর মেলে। দক্ষিণের মতো উত্তর কলকাতাতেও জল জমে নানা জায়গায়। সেন্ট্রাল অ্যাভিনিউ, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, শ্যামবাজার, মানিকতলা, উল্টোডাঙা, গিরিশ পার্ক সহ বেশ কয়েকটি জায়গায় জল জমে যায়। তবে বৃষ্টির দাপট সামান্য কমায়, পরে একটু একটু করে জল নামতে থাকে। 


রাতভর যেভাবে বৃষ্টি হয়েছে, তাতে যে কোনও জায়গাতেই জল জমা স্বাভাবিক। পুরসভার নিকাশি ব্যবস্থা ভাল কাজ করায় দ্রুত জল নেমেও যাবে। ২৪ ঘণ্টাকে জানিয়েছেন মেয়র পারিষদ নিকাশি তারক সিং।