রাতভর একটানা বৃষ্টি
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে রাতভর একটানা বৃষ্টি। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলেই এই বৃষ্টি। গতকাল থেকা আজ সকাল সাড়ে ছটা পর্যন্ত বৃষ্টি হয়েছে উনিশ দশমিক শূন্য সাত মিলিমিটার।
ওয়েব ডেস্ক: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে রাতভর একটানা বৃষ্টি। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলেই এই বৃষ্টি। গতকাল থেকা আজ সকাল সাড়ে ছটা পর্যন্ত বৃষ্টি হয়েছে উনিশ দশমিক শূন্য সাত মিলিমিটার।
আরও পড়ুন- আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী চব্বিশ ঘণ্টা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় জল জমেছে। জেলাতেও বৃষ্টিপাতের মাত্রা বেশ ভালো। তবে এখনও পর্যন্ত বৃষ্টির কারণে যান চলাচলে সমস্যা হওয়ার কোনও খবর আসেনি। হাওড়া ও শিয়ালদহ শাখার ট্রেন চলাচলও আপাতত স্বাভাবিক। রাস্তায় বাস এবং অন্যান্য গাড়িও নেমেছে, তবে সাধারণ দিনের চেয়ে গাড়ির সংখ্যা খানিকটা কম।