ওয়েব ডেস্ক: গণধর্ষণের হুমকি মহিলা সমাজকর্মীকে। তাঁর অপরাধ, তিনি  দুই নাবালিকার বিয়ে আটকে দিয়েছেন। মালদহের রাঙামাটি গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস এখনও কাউকে গ্রেফতার করেনি। উল্টে অভিযোগ তুলে নিতে নিয়মিত হুমকির মুখে পড়তে হচ্ছে  ওই সমাজকর্মীকে। হুমকির মুখে দাঁড়িয়েও অবশ্য পিছিয়ে আসতে রাজি নন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দশম শ্রেণির দুই ছাত্রীকে বিয়ে দিচ্ছে পরিবার। খবর পেয়েই চাইল্ড হেল্পলাইনে ফোন করেন সমাজকর্মী ওই মহিলা। অভিযোগ পেয়ে পুলিস  ওই দুই নাবালিকার বিয়ে বন্ধ করে দেয়। এরপরই কার্যত দুর্বিষহ হয়ে ওঠে সমাজকর্মী ওই মহিলার জীবন। অভিযোগ, তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের হুমকি দেওয়া হয় মহিলাকে।


মালদহ থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগ তুলে নিতে নিয়মিত ওই মহিলাকে হুমকির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ  পরিবারের।


পুলিসি  গড়িমসি। সঙ্গে হুমকি।  ফলে আতঙ্কে দিন কাটছেওই সমাজকর্মীর।