১০টি পুরসভার ৩৬টি বুথে শেষ হল পুনর্নির্বাচন
সকাল থেকেই ভোট গ্রহণ শেষ হল ১০টি পুরসভার ৩৬টি বুথে। গতকালই ওই বুথ গুলিতে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। বেলা তিনটে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বসিরহাট, টিটাগড়, ভাটপাড়া, টাকি, গাড়ুলিয়া, কাটোয়া, সাঁইথিয়া, রামপুরহাট, মহেশতলা ও শিলিগুড়িতে চলছে পুনর্নির্বাচন।
ওয়েব ডেস্ক: সকাল থেকেই ভোট গ্রহণ শেষ হল ১০টি পুরসভার ৩৬টি বুথে। গতকালই ওই বুথ গুলিতে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। বেলা তিনটে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বসিরহাট, টিটাগড়, ভাটপাড়া, টাকি, গাড়ুলিয়া, কাটোয়া, সাঁইথিয়া, রামপুরহাট, মহেশতলা ও শিলিগুড়িতে চলছে পুনর্নির্বাচন।
শনিবারের ভোটের পর মোট ১০০টি বুথ থেকে অভিযোগ এসেছিল নির্বাচন কমিশনে।জেলা শাসক ও প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর কমিশন এই ৩৬টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় ।
এদিকে, উত্তর চব্বিশ পরগনায় জারি ভোট পরবর্তী সন্ত্রাস। সকালে কামারহাটিতে সিটুনেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকাজুড়ে অবাধে চলছে বাইক বাহিনীর তাণ্ডব। গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন বাসিন্দারা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।অন্যদিকে উত্তপ্ত সিঁথি মোড়ও। আগুন ধরিয়ে দেওয়া হল তৃণমূলের কার্যালয়ে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ঘটনা। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।