ওয়েব ডেস্ক : উত্তরবঙ্গে দেখা দিলেন দক্ষিণরায়। নেওড়াভ্যালিতে তিন দশকে এই প্রথমবার ক্যামেরাবন্দি হল বাঘের ছবি। একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। পেডং থেকে লাভা যাচ্ছিলেন গাড়িচালক আনমোল ছেত্রী। নেওড়াভ্যালি এলাকায় হঠাত্‍ই বাঘের দেখা পান তিনি। মোবাইলে সেই ছবি তুলে রাখেন। খবর দেন, বন দফতরেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বন কর্মীরা ঘটনাস্থলে বাঘের পায়ের ছাপ ও একটি গরুর দেহাংশ পেয়েছেন। এর আগে বহু বনকর্মী ও সাধারণ মানুষ বাঘ দেখার কথা বললেও, বাঘের ছবি এই প্রথম লেন্সবন্দি হল। এলাকায় বাঘের উপস্থিতির প্রমাণ পেয়েই সেখানে ক্যামেরা ট্র্যাপিংয়ের কথা ভাবছে বন দফতর।


আরও পড়ুন, গ্রামবাসীদের মারে মৃত্যু চিতাবাঘের