লাখ লাখ টাকা পাওয়ার গুজবে উত্তাল বসিরহাট
লক্ষাধিক টাকা পাওয়ার গুজবে উত্তাল বসিরহাট। প্রশাসনের মাইকিংকে থোড়াই কোনও কেয়ার। বসিরহাট পোস্ট অফিসের সামনে রাতভর লম্বা লাইন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে সেই লাইন। রাত জেগে লাইনে দাঁড়িয়েছেন মানুষ। বচসা, ধাক্কাধাক্কি, লাইন রাখার জন্য টাকা নেওয়া, বাদ নেই কিছুই।
ওয়েব ডেস্ক : লক্ষাধিক টাকা পাওয়ার গুজবে উত্তাল বসিরহাট। প্রশাসনের মাইকিংকে থোড়াই কোনও কেয়ার। বসিরহাট পোস্ট অফিসের সামনে রাতভর লম্বা লাইন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে সেই লাইন। রাত জেগে লাইনে দাঁড়িয়েছেন মানুষ। বচসা, ধাক্কাধাক্কি, লাইন রাখার জন্য টাকা নেওয়া, বাদ নেই কিছুই।
আরও পড়ুন- মৃত রোগীকে ভেন্টিলেশনে রেখে বিল বাড়ানোর অভিযোগ
বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের ফর্ম জমা দিলেই নাকি মিলবে ২ লাখ টাকা। এই গুজবেই উত্তাল বসিরহাট। গত ২দিনের থেকে আজ ভিড় আরও থিকথিকে। যে ফর্ম বিক্রি হচ্ছে, সেটি ভুয়ো এবং রাজ্য সরকারের কোনও নির্দেশিকা নেই। প্রশাসন এই মর্মে মাইকিং করলেও হেলদোল নেই সাধারণ মানুষের। এই গুজব ছড়ানোর পিছনে কারা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।