ওয়েব ডেস্ক: সাতসকালে গ্রামে হাজির পোস্ট অফিসের মোবাইল ভ্যান। জলপাইগুড়ির মালবাজারের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। টাকার যোগান দিতে গ্রাহকদের কাছেই পৌছল পোস্ট অফিস। প্রত্যন্ত এলাকার মানুষগুলি ATM পরিষেবা থেকে বহু দূরে। অনেক দূরের ATM-এ দিনভর লাইন দিয়েও এর আগে বারবার খালি হাতে ফিরতে হয়েছে তাঁদের। এদিন মোবাইল ভ্যান গ্রামে পৌছলে প্রায় সকলেই সেখান থেকে টাকা বদলে নেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ৫০০ এবং হাজার টাকার নোট বাতিলের পর কৃষকদের জন্য সুখবর


জনপ্রতি দু হাজার টাকা বদলে দিয়েছে মোবাইল ভ্যান। গ্রামবাসীরা খুশি। যদিও প্রশ্ন উঠছে রাজ্যে হাজার হাজার গ্রামে বিশাল নগদের চাহিদার তুলনায় এই পরিষেবা কতটুকু?


আরও পড়ুন  এ বছরে টেস্টে সবথেকে বেশি উইকেট পাওয়া ১০ জন বোলার কে দেখুন