এসআই অমিত চক্রবর্তী হত্যা মামলায় এক অভিযুক্তকে ছিনতাই দুষ্কৃতীদের
দুবরাজপুর থানার এসআই অমিত চক্রবর্তী হত্যা মামলায় এক অভিযুক্তকে ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। এসআই হত্যা মামলায় এক অভিযুক্তকে ধরতে আজ ভোর রাতে খোজ মহম্মদপুর গ্রামে অভিযান চালায় পুলিস। অভিযুক্ত ধরা পড়ে যাওয়ার পরই পুলিসের সামনে পড়তে থাকে একের পর এক বোমা। তখনই অভিযুক্তদের নিয়ে পালায় দুষ্কৃতীরা।
ওয়েব ডেস্ক: দুবরাজপুর থানার এসআই অমিত চক্রবর্তী হত্যা মামলায় এক অভিযুক্তকে ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। এসআই হত্যা মামলায় এক অভিযুক্তকে ধরতে আজ ভোর রাতে খোজ মহম্মদপুর গ্রামে অভিযান চালায় পুলিস। অভিযুক্ত ধরা পড়ে যাওয়ার পরই পুলিসের সামনে পড়তে থাকে একের পর এক বোমা। তখনই অভিযুক্তদের নিয়ে পালায় দুষ্কৃতীরা।
এসআই অমিত চক্রবর্তী হত্যা মামলায় এর আগে বিরোধীরা কটাক্ষ করে বলেছিলেন যে, তৃণমূলের লোক হলে এমনটাই হয়। পুলিস দেখেও না দেখার ভান করে। পুলিসের খাতায় অভিযুক্তরা পলাতক হলেও, এলাকায় তাদের বহাল তবিয়তে ঘুরতে দেখা যায়।