ভোটের আগে থমথমে সবং, শুনশান রাস্তা ঘাট, দোকানে তালা
ভোটের আগে থমথমে সবং। শুনশান রাস্তা ঘাট। দোকানে তালা। দেখে কোনওভাবেই বোঝার উপায় নেই কাল এখানেই ভোট। থানায় মোতায়েন করা হয়েছে আধা সেনা। কংগ্রেসের অভিযোগ, গতকাল রাত থেকে তাদের কর্মীদের বাড়িতে বাড়িতে অত্যাচার চালিয়েছে বাইক বাহিনী। তৃণমূলের পাল্টা অভিযোগ, মানস ভুঁইঞার নেতৃত্বে খুন করা হয়েছে তাদের নেতাকে। দুপক্ষের চাপান উতোরে উত্তেজনার চরমে সবং। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বামেদের সঙ্গে জোটের পর নির্বাচনী লড়াইয়ে সবংয়ে অনেকটাই এগিয়ে মানস ভুঁইঞা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর সবং দখলে মরিয়া তৃণমূলও। এই পরিস্থিতিতে কালকের ভোট কতটা শান্তিপূর্ণ হয় এখন সেটাই প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।
ওয়েব ডেস্ক: ভোটের আগে থমথমে সবং। শুনশান রাস্তা ঘাট। দোকানে তালা। দেখে কোনওভাবেই বোঝার উপায় নেই কাল এখানেই ভোট। থানায় মোতায়েন করা হয়েছে আধা সেনা। কংগ্রেসের অভিযোগ, গতকাল রাত থেকে তাদের কর্মীদের বাড়িতে বাড়িতে অত্যাচার চালিয়েছে বাইক বাহিনী। তৃণমূলের পাল্টা অভিযোগ, মানস ভুঁইঞার নেতৃত্বে খুন করা হয়েছে তাদের নেতাকে। দুপক্ষের চাপান উতোরে উত্তেজনার চরমে সবং। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বামেদের সঙ্গে জোটের পর নির্বাচনী লড়াইয়ে সবংয়ে অনেকটাই এগিয়ে মানস ভুঁইঞা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর সবং দখলে মরিয়া তৃণমূলও। এই পরিস্থিতিতে কালকের ভোট কতটা শান্তিপূর্ণ হয় এখন সেটাই প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।