ওয়েব ডেস্ক: সে গরীব কিন্তু সত্‍, ছোটবেলায় শেখা এই নীতিকথা বাস্তবের পথে ঠোক্কর খেতে খেতে কখন কখন এমনটা কী মনে করায় না--সে সত্‍ তাই গরীব।  না মনে করায়নি, নদিয়ার ফুলিয়ার কলেজ ছাত্রী সোহেলী বসাক অনায়াসে ফিরিয়ে দিয়েছে কুড়িয়ে পাওয়া এক লাখ টাকা। শান্তিপুর কলেজের প্রথম বর্ষের ছাত্রী সোহিনী বসাক,কন্যাশ্রী প্রকল্পের টাকায় মোবাইল রিচার্জের দোকান করে পড়াশোনার খরচা জোগায়। বাবা ভ্যান চালক। সোহেলী দোকানের সামনে কুড়িয়ে পায় এক লাখ টাকা।সেই টাকা অনায়াসে নিয়ে নিতে পারত সে। কিছুটা সুরাহা হত সংসারে। কিন্তু ফেরত দিয়ে দেয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ইন্দ্রনীল সেনের প্রতিশ্রুতি অট্টহাসকে পর্যটন মানচিত্র তুলে ধরবে সরকার


ফুলিয়ার কালিতলা বাজারের এক কাপড় ব্যবসায়ীর টাকাসুদ্ধ ব্যগটি পড়ে গিয়েছিল। টাকা ফেরত দিয়ে সোহিনী যেন এত দারিদ্রতা সত্ত্বেও সে অসত্‍ হয়নি। বরং দারিদ্রতা তাকে মহান করেছে।


আরও পড়ুন  বসিরহাটে ধুন্ধুমার, ক্ষিপ্ত জনতা পুলিসের গাড়ি ফেলে দিল নয়ানজুলিতে