ওয়েব ডেস্ক : শিক্ষাক্ষেত্রে ফের আন্দোলন। এবার মেদিনীপুর জেলা স্কুল পরিদর্শকের অফিস ঘেরাও। আদিবাসী সংগঠন সারা ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যদের হাতে ঘেরাও হন স্কুল পরিদর্শক অরুণ কুমার শীল। তাঁর সঙ্গে আটকে পড়েন মহিলা-সহ অফিসের প্রায় ৪০ জন কর্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- একশো দিনের কাজে বড়সড় দুর্নীতির অভিযোগ উত্তর দিনাজপুরের করণদিঘিতে


বিক্ষোভকারীদের অভিযোগ, সাঁওতালি ভাষায় পড়াশোনা শুরু হলেও পরিকাঠামোর অভাব রয়েছে স্কুলগুলিতে। এই অভিযোগেই গতকাল দুপুরে ঘেরাও শুরু হয়। দীর্ঘক্ষণ চলে সেই ঘেরাও অভিযান। পর্যাপ্ত সংখ্যায় সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ-সহ আট দফা দাবি না মেটা পর্যন্ত, তারা আন্দোলন চালিয়ে যাবে বলে হুমকি দিয়েছে আদিবাসী সংগঠনের সদস্যরা।