ওয়েব ডেস্ক : ২০১৬ বিধানসভা নির্বাচনে কড়া নজরদারি থাকবে জাতীয় নির্বাচন কমিশনের। আজ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে সেকথা সাফ জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্বাচনে নিরাপত্তা বিষয়ে স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন,


  • এবারের ভোটে রাজ্যের সব কেন্দ্রে মোতায়েন থাকবে আধা সামরিক বাহিনী। আর সেই বাহিনীকে বসিয়ে রাখা চলবে না।

  • প্রতিটি টহলদারি গাড়িতে থাকবে GPS সিস্টেম।

  • নজরদারি চলবে কন্ট্রোলরুম থেকে।

  • প্রতিটি জেলায় ৫জন করে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিযুক্ত থাকবেন। তাঁদের কাজের উপরও নজর থাকবে নির্বাচন কমিশনের।

  • বাজেয়াপ্ত করা হবে সমস্তরকম বেআইনি অস্ত্র।

  • একইসঙ্গে অবাধ ও সুষ্ঠু ভোটদান সুনিশ্চিত করতে বুথ পর্যন্ত প্রতিটি ভোটারকে দেওয়া হবে নিরাপত্তা।

  • সচিত্র ভোটার স্লিপ বাধ্যতামূলক।

  • মিলিয়ে দেখা হবে মোবাইল নাম্বার।