ওয়েব ডেস্ক: আজ ফের সুপ্রিম কোর্টে সিঙ্গুর শুনানি। ইতিমধ্যেই মামলার শুনানিতে বারবার তোপের মুখে পড়েছে টাটাগোষ্ঠী এবং পূর্বতন রাজ্যসরকরা। 



গতকালও শুনানিতে রাজ্যের কাছে জমি অধিগ্রহণ সংক্রান্ত একাধিক নথি তলব করেছে শীর্ষ আদালত। WBIDC-কে কখন জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিল রাজ্য। কখন জমিদাতাদের কাছ থেকে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। কখন জমিদাতাদের ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেয় রাজ্য। কখনই বা টাটাদের জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেয় WBIDC। রাজ্যের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি আজ। সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলার শুনানির দিকে তাকিয়ে সিঙ্গুরবাসী।