ওয়েব ডেস্ক: বাসের গায়ে আলকাতরায় রাজ্যের তৃণমূল বিরোধী স্লোগান। তাকে ঘিরেই রণক্ষেত্র শিলিগুড়ির পাঞ্জিপাড়া। পুড়ল বাস।ঘটনার সূত্রপাত সোমবার সকালে। বাসিন্দাদের নজরে আসে বিহারের কিষাণগঞ্জ থেকে  শিলিগুড়ির দিকে ফেরা প্রায় সব বাসেই মুখ্যমন্ত্রী বিরোধী স্লোগান।  জেলা প্রশাসনের তরফে বাস দাঁড় করিয়ে লেখা মুছেও দেওয়া হয়। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। দেখা যায় বিহারের দিক থেকে ফেরা  প্রায় সব বাসেই একই ঘটনা।  এরপরেই ক্ষুব্ধ বাসিন্দারা আগুন ধরিয়ে দেয় বাসে


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বীরেন্দ্র সেহবাগের পর টেস্টে ৩০০ করলেন করুন নায়ার


বেলা বাড়তেই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয় ।উত্তর দিনাজপুর জেলা সভাধিপতির আলেমা নুরি  বিহারের কিষাণগঞ্জে ওষুধ কিনতে গিয়েছিলেন।তার  গাড়িতেও তৃণমূলের বিরুদ্ধে স্লোগান লেখার অভিযোগ ওঠে। অভিযোগ, গাড়ির চালক মোর্তাজা আলমের মুখে লেপে দেওয়া হয় কালি। চালকের দাবি, হামলাকারিদের হাতে গেরুয়া পতাকা ছিল।পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির দাবি, আগেই খবর ছিল প্রশাসনের কাছে। গোটা ঘটনার নেপথ্যে কারা তা খতিয়ে দেখছে বিহারের কিষাণগঞ্জ জেলা প্রশাসন।  নতুন করে যাতে আর উত্তেজনা না ছড়ায় তার দিকে নজর রেখেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  চলে  দফায় দফায় বৈঠক।


আরও পড়ুন  গ্রেটার কোচবিহারকে সমর্থন আর বিজেপিকে ভোট দেওয়ার শাস্তি জানেন?