ব্যুরো: বানভাসি দক্ষিণবঙ্গ। ত্রাণ নিয়ে তীব্র হাহাকার। তবে উত্তর দিনাজপুরে সেই আশঙ্কা আপাতত নেই। কিন্তু প্রকৃতি যদি রুষ্ট হয়? প্রশাসন কি তৈরি? ত্রাণশিবিরের বেহাল দশা কিন্তু বলছে অন্য কথা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চাকুলিয়া হাইস্কুলের অব্যবহৃত জমিতে তৈরি হয়েছিল এই ত্রাণশিবিরটি। দুর্গতদের একমাত্র আশ্রয়স্থল।


তবে বদলেছে সেই ছবি। রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নপ্রায়। ত্রাণশিবিরে যাওয়ার রাস্তাও আবর্জনায় ভর্তি। ভেঙে পড়েছে বাউন্ডারি ওয়াল। কিন্তু যদি তৈরি হয় বন্যা পরিস্থিতি? কোথায় আশ্রয় নেবেন বন্যাদুর্গতরা? প্রশাসনের উদাসীনতায়  হতাশ স্থানীয় বাসিন্দারা।


রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলছে বিরোধীরা।


ওপর মহলে জানানোর আশ্বাস দিয়েই ক্ষান্ত স্থানীয় প্রশাসন।


কিন্তু ব্যবস্থা নেওয়া হবে কবে? প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।