ওয়েব ডেস্ক: এবার সরকারি নির্দেশিকা মানার জন্য পুলকার সংগঠনগুলিকে বাড়তি সময় দিল রাজ্য সরকার। নিয়ম মানতে প্রয়োজনীয় সব কাজ শেষ করার জন্য আরও সময় দেওয়া হবে বলে আজ জানিয়ে দিলেন পরিবহণমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেলতলা মোটর ভেহিকেলসের অফিসে সবরকম সাহায্য পাবেন পুলকার মালিক, চালকরা। জেলার ক্ষেত্রে পরিবহণ দফতরগুলিতে গেলেই যাবতীয় সুবিধা পাবেন চালকরা।


বেআইনি পুল কার এবং স্কুলবাসের বিরুদ্ধে অভিযান কলকাতা PVD-র, আটক ৫০টি গাড়ি


কিন্তু পুলকার মালিকদের কোনও জোরজুলুম বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছে শুভেন্দু অধিকারী। ছাত্রছাত্রী, অভিভাবকদের কোনভাবেই সমস্যায় ফেলা যাবে না। ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত প্রতিক্রিয়ায় জানিয়ে দিলেন  শুভেন্দু অধিকারী।


প্রসঙ্গত, পুলকার সমস্যা রোজই একটু একটু করে বড় আশঙ্কার আকার ধারণ করছে। অভিভাবকরা জেরবার হচ্ছেন। আর এর সঙ্গে পুলকার দুর্ঘটনাতো আখচার ঘটছেই।