ওয়েব ডেস্ক:  রাজ্যের পর্যটনকে চাঙ্গা করতে নয়া উদ্যোগ রাজ্যের। দেশের প্রতিটি রাজ্যে রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্ট মুড়ে ফেলা হবে পর্যটনের বিজ্ঞাপনে। বিগ বি যে ভাবে গুজরাটের পর্যটনকে তুলে ধরেছেন ঠিক সেই আদলেই শাহরুখ খানকে দিয়ে তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন তৈরি করছে রাজ্যের পর্যটন দফতর। পাহাড় থেকে সমুদ্র পৃথিবী বিখ্যাত জঙ্গল থেকে রাঙামাটির আদিবাসী গ্রাম সব কিছুকেই তুলে ধরা হবে এই বিজ্ঞাপনের মাধ্যমে। ডুয়ার্স, দার্জিলিং, শান্তিনিকেতন, দীঘা, মন্দারমণি,  পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মতো রাজ্যের পর্যটনের মূল আকর্ষণের জায়গাগুলিকে পৌছে দেওয়া হবে বিশ্বের দরবারে। রেডিওর এফএম,  টেলিভিশন,  খবরের  কাগজ, এমনকী সোশ্যাল মিডিয়াতেও থাকবে পর্যটনের প্রচার। পর্যটন সচিব অজিত রঞ্জন বর্ধনের আক্ষেপ, এরাজ্যের মতো এত বৈচিত্র ভারতের আর কোনও রাজ্যেই নেই। তবুও ওড়িশায় পুরী, কেরালায় ব্যাক ওয়াটার, কিম্বা মধ্যপ্রদেশের কানহা,বান্ধবগড়ের জঙ্গলকে কেন্দ্র করে সেইসব রাজ্য পর্যটনে অনেক দূর এগিয়ে গেছে। তাদের সঙ্গে পাল্লা দিতেই এবার মেগা প্রস্তুতি নিয়ে নামছে এরাজ্যে।