ওয়েব ডেস্ক : কোচবিহারের ABN শীল মহাবিদ্যালয়ে ছাত্রভোটের ফলাফল নিয়ে তুমুল অশান্তি। হঠাত্ করেই ৬টি আসনের ফল পরিবর্তনের অভিযোগ। আর তা ঘিরে অশান্তি। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ TMCP-র একাংশের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছাত্রভোটের ফল ঘোষণা করবে আদালত।  নির্দেশ জেলা জজ কোর্টের। তবে সেসবের তোয়াক্কা না করে গতকাল ভোটের ফল ঘোষণা করে দেয় কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ তার পরে ৬টি আসনের ফল পরিবর্তনও করে দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। অভিযোগ এর পুরোটাই হয় উত্তবঙ্গ উন্নয়নমন্ত্রীর নির্দেশে।


TMCP-র বিরুদ্ধ গোষ্ঠীর দাবি, মন্ত্রী ও জেলা পরিষদের দুই কর্মাধক্ষ্য এরসঙ্গে সরাসরি যুক্ত। ফল পরিবর্তনের পর দুই গোষ্ঠীই সমান আসনে জয়ী হয়। প্রতিবাদে স্টেশন চৌপথী এলাকায় পথ অবরোধ করেন TMCP কর্মীরা। বিক্ষোভে আটকে যায় মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের গাড়িও।  সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।


আরও পড়ুন, গ্রেফতার পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখার্জি