ওয়েব ডেস্ক : জেলা শাসককে ডেপুটেশন দিতে এসে পুলিস ব্যারিকেড ভেঙে ফেলল ছাত্ররা। সরাসরি ঢুকে পড়ল জেলাশাসকের ঘরে। এঘটনা ঘটেছে সিউড়ির ডিএম অফিসে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার স্থানীয় L C কলেজের ছাত্রদের সঙ্গে বচসা হয় বাস মালিকদের। এর জেরে পথ অবরোধ করেন ছাত্ররা। প্রতিবাদে বৃহস্পতিবার বাস বন্ধ রাখেন বাস মালিকেরা। আজ দাবিদাওয়া জানাতে ছাত্ররা জেলাশাসককে স্মারকলিপি দিতে আসেন। সেখানেই উত্তেজিত হয়ে পুলিস ব্যারিকেড ভেঙে ফেলেন তাঁরা।


আরও পড়ুন, প্রাইমারি টেটে দুর্নীতির অভিযোগে অবরোধ করে গ্রেফতার হয়ে মুচলেকা দিয়ে জামিন নিলেন না SFI-DYFI-এর বিক্ষোভকারীরা