ওয়েব ডেস্ক: ক্ষমতায় এলে সিঙ্গুর-নন্দীগ্রামের ভুল থেকে শিক্ষা নিয়েই শিল্পায়নের পথে এগোবে বামেরা। শালবনির সভায় বার্তা সূর্যকান্ত মিশ্রর। শিল্প গড়ার প্রতিশ্রুতি দিলেও কৃষিজমিতে
হাত দেওয়া হবে না বলে ফের আশ্বাস দেন তিনি। যেখানে শেষের শুরু, সেখান থেকেই আবার শুরু করার চেষ্টা। ষোলোই জানুয়ারি শিল্পের দাবিতে সিঙ্গুর থেকে আরম্ভ হয় বামেদের পদযাত্রা। শুক্রবার তা শেষ হল শালবনিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিঙ্গুর-নন্দীগ্রামের ক্ষত কেড়ে নিয়েছিল ক্ষমতা। পাঁচ বছর পর বাম নেতারা কিন্তু মনে করছেন, ক্ষমতায় ফিরতে সেই শিল্পায়নের স্লোগানই হতে পারে সবচেয়ে বড় বাজি।  কিন্তু, শিল্প হবে কোথায়? চাই জমি। গত বিধানসভা ভোটের আগে গায়ে লেগেছিল কৃষক-বিরোধী তকমা। তাই, এবার ভোটের আগে বাড়তি সতর্ক বামেরা।


রাজনৈতিক মহলের মতে, গ্রামাঞ্চলের ভোটব্যাঙ্ক হাতছাড়া হওয়ায় দু-হাজার এগারোয় ভরাডুবি হয়েছিল বামেদের। সেই ভোটব্যাঙ্ক ফিরে পেতে এবার কৃষকদের মন জয়ে মরিয়া তারা। তাই, শিল্পায়নের স্লোগান সামনে থাকলেও কৃষকদের সমস্যা সমাধানে তাঁরা গুরুত্ব দেবেন বলে শালবনির সভায় প্রতিশ্রুতি বামেদের।