ওয়েব ডেস্ক: নির্দেশ সত্ত্বেও নদিয়ার তেহট্টে স্কুলের জমি দখলমুক্ত না করায় হাইকোর্টে তিরস্কৃত হল প্রশাসন। গঙ্গা স্মৃতি প্রাথমিক স্কুল এবং পূর্ত দফতরের জমি দখল করে অবাধে গড়ে উঠেছে বাড়িঘর, দোকানপাট।  গত বাইশে জুলাই জনস্বার্থ মামলায় স্কুলের জমি দখলমুক্ত করার নির্দেশ দেয় হাইকোর্টের  প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তারপরেও কোনও কাজ হয়নি।  আজ পূর্ত দফতরের এক্সকিউটিভ ইঞ্জিনিয়ারকে তীব্র ভর্ত্‍‍সনা করেন প্রধান বিচারপতি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মুর্শিদাবাদের ইসলামপুর থানার সীমান্ত এলাকা থেকে ধৃত দুই মণিপুরের যুবক


সময় পাওয়ার পরেও জমি কেনও দখলমুক্ত নয়? জানতে চান । প্রধান বিচারপতি বলেন, প্রশাসন কি ঘুমোচ্ছিল? এর পিছনে কি পূর্ত দফতরের কোনও স্বার্থ রয়েছে? জমি দখলমুক্ত করতে  আর সময় দেওয়া হবে না। সোমবারের মধ্যে জমি দখল মুক্ত করতে হবে। অপরাধীদের খুঁজে বের করতে হবে। আবেদনকারীর সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। সুপ্রিম কোর্ট জানুক কী হচ্ছে।  জমি দখলমুক্ত করার কাজে  পুলিস সুপারকে শান্তি রক্ষার  নির্দেশ দেন প্রধান বিচারপতি।


আরও পড়ুন  তোলাবাজি ইস্যুতে মিনিবাস কর্মীদের সঙ্গে কথা বললেন আসানসোলের মেয়র জীতেন্দ্র তেওয়ারি