ওয়েব ডেস্ক : SFI -TMCP সংঘর্ষে উত্তপ্ত কোলাঘাটের রবীন্দ্রভারতী কলেজ। ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র তোলা নিয়ে অশান্তি। দুপক্ষের মধ্যে গণ্ডগোল আজ মারাত্মক পর্যায়ে পৌঁছয়। সংঘর্ষে আহত দু'পক্ষের বেশ কয়েক জন। TMCP বিনা প্ররোচনায় তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ SFI-এর। প্রতিবাদে কোলাঘাট রাজ্য সড়ক অবরোধও করেন SFI সদস্য -সমর্থকরা। TMCP-র তরফেও পাল্টা হামলার অভিযোগ তোলা হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় কোলাঘাট থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া ঘিরে উত্তেজনা। তৃণমূলেরই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া কলেজ। সংঘর্ষে আহত দু'পক্ষের মোট ছ'জন। কুরবান শাহ ও আনিসুর গোষ্ঠীর মধ্যে এই ঝামেলা। শেষপর্যন্ত পাঁশকুড়া থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  


আরও পড়ুন- কলেজ নির্বাচনে রণক্ষেত্র মাথাভাঙ্গা কলেজ


মনোনয়ন পত্র তোলা নিয়ে উত্তেজনা জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়েও। যুযুধান ছাত্রীরা। রীতিমতো রণং দেহি পরিস্থিতি। যুদ্ধের পরিবেশ। সবটাই ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে। দুপক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি বেঁধে যায়। পরে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌছে অবস্থা আয়ত্ত্বে আনে। আটক করা হয় ন-জনকে। গত মঙ্গলবার রাতে এখানেই এলাকার যুব তৃণমূল কর্মী শুভঙ্কর মিশ্রকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। অভিযোগ, কলেজে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ওই হামলা হয়। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি শুভঙ্কর। তবে উত্তেজনা কমার নাম নেই। কলেজের ঝামেলায় বহিরাগতদের হাত থাকার অভিযোগ উঠছে। সবটাই খতিয়ে দেখার আশ্বাস অতিরিক্ত পুলিস সুপারের।