প্রাথমিকে উত্তীর্ণদের নামের পাশে `প্যারাটিচার` লিখে দেওয়ার অভিযোগ
প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে আজও বিক্ষোভ জোলায় জেলায়। আজ এই ইস্যুতে বিক্ষোভে নামে SFI। বিক্ষোভ চলে কোচবিহারে। আজ জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হন চাকরিপ্রার্থীরা।
ওয়েব ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে আজও বিক্ষোভ জোলায় জেলায়। আজ এই ইস্যুতে বিক্ষোভে নামে SFI। বিক্ষোভ চলে কোচবিহারে। আজ জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হন চাকরিপ্রার্থীরা।
তাদের অভিযোগ, গতকাল তাদের নিয়োগপত্র দেয়নি প্রাথমিক শিক্ষা সংসদ। এরপর থেকে বন্ধ রয়েছে সংসদের দফতর। ফলে চাকরি প্রার্থীরা আজ হাজির হন জেলাশাসকের দফতরে। কোচবিহারে চাকরিপ্রার্থীদের অভিযোগ, তাদের নামের পাশে প্যারাটিচার লিখে দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রাথমিক স্কুলে কর্মপ্রার্থীদের নিয়োগের দাবিতে গতকাল থেকেই অবস্থান বিক্ষোভ চলছে বর্ধমানে। রাতভর চলেছে বিক্ষোভ। বীরভূমেও জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান SFI সমর্থকেরা। তাঁদের দাবি নিয়োগে স্বচ্ছতা প্রমাণে অবিলম্বে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের নাম প্রকাশ্যে আনতে হবে। জেলাশাসকের কাছে স্মারকলিপিও জমা দেন তারা।
আরও পড়ুন, বোমা ফেটে কুলতলিতে জখম দুই শিশু