বোমা ফেটে কুলতলিতে জখম দুই শিশু

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বোমা বিস্ফোরণে গুরুতর জখম দুই শিশু। রক্তাক্ত অবস্থায় দুই শিশুকে প্রথমে জয়নগরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে অবস্থায় অবনতি হওয়ায় দু'জনকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিস ঘটনার তদন্তে নেমেছে। তবে, ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

Updated By: Feb 16, 2017, 05:53 PM IST
বোমা ফেটে কুলতলিতে জখম দুই শিশু
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বোমা বিস্ফোরণে গুরুতর জখম দুই শিশু। রক্তাক্ত অবস্থায় দুই শিশুকে প্রথমে জয়নগরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে অবস্থায় অবনতি হওয়ায় দু'জনকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিস ঘটনার তদন্তে নেমেছে। তবে, ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

আরও পড়ুন- ৫ বছরে দেশের বাজারে ৪০০ কোটি টাকার জাল নোট ঢুকেছে মালদা থেকেই: ISI-র সমীক্ষা

আজ সকালে কুলতলির কীর্তনখোলা গ্রামে আড়াই-তিন বছরের দুই শিশু খেলনা ভেবে বোমা নিয়ে খেলছিল। আচমকা বোমা ফেটে দুর্ঘটনা। পুলিসের অনুমান ওই এলাকাতেই বোমা তৈরি করছিল দুষ্কৃতীরা। সেই বোমাকেই বল ভেবে খেলছিল দুই শিশু।

.