ওয়েব ডেস্ক : নার্সিংহোম দেখে চক্ষুচড়কগাছ বর্ধমানের জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। এক-এক নার্সিংহোমের এক-এক ছবি। কোথাও মেল ওয়ার্ডে ভর্তি  প্রসূতি,সদ্যোজাত। কোনও নার্সিংহোম থেকে আবার উদ্ধার হয়েছে মেয়াদ উত্তীর্ণ রক্তের বোতল। 


শিশু পাচার রুখতে আজ অভিযানে নামে বর্ধমান জেলা প্রশাসন। জেলাশাসক সৌমিত্র মোহন ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায়ের নেতৃত্বে বিশেষ দল প্রথমে যায় বর্ধমানের বীরহাটার সিমস নার্সিং হোমে। ধরা পড়ে ওটির বেহাল পরিস্থিতি। রেজিস্ট্রার বুকেও দেখা যায় রয়েছে একাধিক গরমিল।  হাসপাতালে যে রোগী  ভর্তি রয়েছে তার থেকে অনেক বেশি রোগী দেখানো হয়েছে রেজিস্ট্রার বুকে। দিশান নার্সিং হোম, নবাবহাট নার্সিং হোম, অন্নপূর্ণা নার্সিং হোমেরও একই দশা। দুটি নার্সিং হোম সিল করা হয়েছে। চারটি  নার্সিং হোমের মালিককে শোকজ করা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে।