ওয়েব ডেস্ক: পুজোয় টাইগার হিলে বসে গরম চায়ে চুমুক দিতে চান? ভ্রমণ পিপাসুদের কথা মাথায় রেখেই এবার টাইগার হিলে পর্যটকদের থাকার ব্যবস্থা করছে রাজ্য সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কটেজে বসেই দেখতে পাবেন স্বপ্নের সূর্যোদয়। তবে এবার পুজোয় সেই সাধ সবটা পূরণ হবেনা। পরের বছর থেকে পুরোদমে চালু হবে এই ব্যবস্থা। শুক্রবার পর্যটন মেলায় একথা জানান মন্ত্রী গৌতম দেব।


রাজ্যে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসেই মমতা ব্যানার্জী স্পষ্ট করে দিয়েছেন যে এবার অন্যান্য ক্ষেত্রের মতোই পর্যটনেও জোর দেওয়া হবে। বস্তুতঃ পশ্চিমবঙ্গে যে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভবনা রয়েছে তা অতীতে বহুবারই স্মরণ করিয়ে দিয়েছেন শিল্প বিশেষজ্ঞরা। এর আগে উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি এলাকায় 'হোম স্টে'র মতো পর্যটন বান্ধব ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এখন দেখার কবে 'টাইগার হিল' থেকে সূর্যদয়ের চিরকালীন রোমান্টিসিজম চায়ের কাপের উষ্ণতার সঙ্গে মিশে আরও অনন্য হয়ে ওঠে।


হাতির দাপটে সারা সকাল তটস্থ মালবাজার