ওয়েব ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে দলীয় সাংসদকে গ্রেফতারের প্রতিবাদে তৃণমূলের আন্দোলন আজও অব্যাহত। রাজ্যের বিভিন্ন প্রান্তে আজও বিক্ষোভ দেখান দলের  কর্মী সমর্থকরা। কোথাও রেল অবরোধ, কোথাও সড়ক । অবরোধে আটকে পড়ে রাজধানী এক্সপ্রেসও।শনিবার আসানসোলে  দু-নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকরা।  জে কে নগর মোড়ে গাড়ির টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেন বিক্ষোভ কারীরা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর অবরোধ ওঠে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আব্রামকে কী উপহার দিয়েছেন শাহরুখ-গৌরী দেখুন!


কোচবিহারের পুণ্ডিবাড়ি ও নিউ কোচবিহারে রেল অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। অবরোধে আটকে পড়ে রাজধানী এক্সপ্রেসও। কিছুক্ষণ পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং শাখায় গৌড়দহ স্টেশনে রেল অবরোধ চলে বেশ কিছুক্ষণ। অবরোধের জেরে আপ-ডাউন শাখায় বহুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল।


আরও পড়ুন  মঙ্গল থেকে পৃথিবী এবং চাঁদকে কেমন দেখতে লাগে, দেখিয়ে দিল নাসা!