দিনহাটাঃ পিস্তল ঠেকিয়ে, খুন করে ফেলার হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা।  আরেকদিকে তখন ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি। সবটাই ব্যক্তিগত ঝামেলার জের। কোচবিহারের দিনহাটার এই ঘটনায় মূল অভিযুক্ত, স্থানীয় তৃণমূল নেতা মিঠুন রাজভর। ঘটনার পর থেকেই ফেরার ওই নেতা। সঙ্গী-সাথীদের নিয়ে তিনিই হামলায় নেতৃত্ব দেন বলে অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুলির শব্দ শুনে দিনহাটার বুড়িরহাটের বাসিন্দারা ভয়ে আর কেউ বাইরে পা রাখেননি। দুলাল রায়ের বাড়িতে অবশ্য তখন তাণ্ডব চলছে। এখনও তার চিহ্ন ছড়িয়ে চারদিকে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা মিঠুন রাজভরের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলার ফলেই এই হামলা। ভয়ে-আতঙ্কে গ্রাম ছেড়ে প্রথমে পালিয়ে যায় দুলাল রায়ের পরিবার। তাঁর মেয়ে মাধ্যমিক দিচ্ছে। এই অবস্থাতে আজও পরীক্ষা দিতে যায় সে। কিন্তু আতঙ্ক পিছু ছাড়েনি।


পুলিশ ঘটনাস্থলে আসার পর, সাহস সঞ্চয় করে ঘরে ফিরেছে রায় পরিবার। কিন্তু কখন আবার হামলা হবে, এই আশঙ্কায় ঘুম নেই কারোর। মিঠুন রাজভর-প্রসঙ্গে মুখ খোলেননি স্থানীয় তৃণমূল নেতারাও।