ওয়েব ডেস্ক : নানুরে এখন শান্তি শান্তি ভাব। উপরতলা বলে দিয়েছে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয়। কাজল-গদাধর দুই গোষ্ঠীই এখন চুপচাপ। তবু খুন হলেন শেখ ফুলু। তৃণমূল কংগ্রেসের স্থানীয় স্তরের নেতা। স্থানীয় বাসিন্দারা বলছেন কারণ সেই গোষ্ঠী দ্বন্দ্ব। তবে গদাধর হাজরা কিম্বা কাজল শেখ অনুগামীর কেই কারও বিরুদ্ধে অভিযোগ তুলছে না, শুধু নানুরের সাওতা বাসস্ট্যান্ডের রক্ত ভেজা মাটিতে কেঁদে ভাসাচ্ছেন শেখ ফুলুর পরিজনেরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নানুর ঠাণ্ডা। গোষ্ঠী দ্বন্দ্ব এখন আর নেই না কি !  কাজল গোষ্ঠী কিম্বা গদাধর গোষ্ঠী কোনও পক্ষই গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ্যে স্বীকার করছে না। কোনও পক্ষই কোনও পক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলছে না। তবু খুন হচ্ছে। সংঘর্ষ হচ্ছে। বাড়ি থেকে দু-পা হাঁটলেই সাওতা বাসস্ট্যান্ড। দাঁড়িয়ে গল্প করছিলেন স্থানীয় তৃণমূল নেতা শেখ ফুলু। আচমকা চারটি মোটরবাইকে আট জন দুষ্কৃতী এসে শেখ ফুলু কে লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শেখ ফুলুর।


মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রকাশ্যে মুখ না খুললেও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন  তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। যদিও তা মানতে নারাজ নানুরের প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা গদাধর হাজরা। গদাধর হাজরা প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করলেও ঠারেঠোরে জানিয়ে দিয়েছেন খুনের পেছনে রয়েছে সেই গোষ্ঠী দ্বন্দ্বই। মৃত শেখ ফুলু বেশ কিছুদিন ধরেই গদাধর গোষ্ঠীর অনুগামী ছিলেন, তবে এর আগে কাজল গোষ্ঠীর অনুগত হিসাবেই তাঁকে সবাই জানত। গোষ্ঠী পরিবর্তনের জন্য খুন , স্থানীয় বাসিন্দাদের অনেকেই এমনটা মনে করছেন।
ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘণ্টা


........................