ওয়েব ডেস্ক: তৃণমূল সমর্থককে বাড়ি করতে বাধা। সেই কারণেই মালদার পুরখুরিয়ার শ্রীপুর গ্রামে আক্রান্ত হলেন এক তৃণমূল সমর্থকের মা ও স্ত্রী। তাঁদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল এলাকার সিপিএম নেতার বিরুদ্ধে। অভিযোগ, বাড়ি করার জন্য সাবেদুর নামে ওই তৃণমূল সমর্থকের থেকে টাকা দাবি করে এলাকার সিপিএম নেতা সাজিদ মিঞা। টাকা দিতে অস্বীকার করায় সাবেদুরের বাড়িতে হামলা চালায় সাজিদ ও তার দলবল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ভাঙড়ের পর জমি বিতর্কে উত্তপ্ত বীরভূমের শিবপুর


টাকা না পাওয়ার রাগে এরপর মারধর করা হয় ওই তৃণমূল সমর্থকের মা এবং স্ত্রীকে। সেই কারণে, পুরখুরিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পলাতক অভিযুক্ত।


আরও পড়ুন  ভাঙড়ের স্থানীয় বাসিন্দাদের দিল্লি নিয়ে যাওয়ার কথা বললেন অধীর চৌধুরী