ওয়েব ডেস্ক: মালদহের পর কি শিলিগুড়ি? বাম কাউন্সিলরের দলত্যাগে তুঙ্গে জল্পনা। মেয়র অশোক ভট্টাচার্যের হুঙ্কার, শিলিগুড়িতে হাত দিলে হাত পুড়বে তৃণমূলের। বামেদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কংগ্রেসও। কিন্তু, উদ্বেগ কাটছে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাম রোষে পুড়ছে দলত্যাগী কাউন্সিলর দুর্গা সিংয়ের কুশপুতুল। শুক্রবারই মেয়র পারিষদের পদ থেকে তাঁকে সরিয়েছেন মেয়র। পুরসভার আইন মোতাবেক কাউন্সিলর পদ খারিজের কথাও ভাবছেন। আর বোর্ড? মেয়র নিশ্চিত এখানে হাত পুড়বে তৃণমূলের।


সাতচল্লিশ আসনের শিলিগুড়ি পুরসভায় বামেরা এখন বাইশ। তৃণমূল আঠারো। কংগ্রেস চার। বিজেপি দুই। নির্দল এক। সংখ্যা গরিষ্ঠতা প্রমাণে শিলিগুড়ির চাই আরও ছজনের সমর্থন। কংগ্রেস জানিয়ে দিয়েছে বামেদের হাত ছাড়বে না তারা।


আরও পড়ুন- শিলিগুড়ি পুরবোর্ড অটুট থাকবে, বললেন এই নেতা!


কংগ্রেস জেলা সভাপতির কথা কি শুনবেন কংগ্রেস কাউন্সিলররা? সাম্প্রতিক ঘটনাপ্রবাহ কিন্তু, সেই আশ্বাস দিচ্ছে না। শিলিগুড়ির দুই বিজেপি কাউন্সিলরও যুক্তি দিচ্ছেন বাম বোর্ডে তৃণমূল সরকার টাকা দেবে না। পরিষেবা দিতে না পারলে বোর্ড রেখে লাভ কী? একই যুক্তি দিয়েছেন দলত্যাগী ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর দুর্গা সিং।


অনাস্থা প্রস্তাব এলে কংগ্রেস ও বিজেপি কাউন্সিলররা কী করবেন? নিশ্চিত নয়, রাজনৈতিক মহল। বিজেপি শিবিরের খবর, তৃণমূলের তরফে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যদিও, মেয়র এখনও নিশ্চিত, শিলিগুড়ি দখল করতে গেলে তা হবে তৃণমূলের সিলি মিসটেক।


আরও পড়ুন- এবার কেশপুর কলেজে অধ্যাপিকাকে হেনস্থার অভিযোগ উঠল