ওয়েব ডেস্ক: তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কাটোয়ার খাজুরডিহি গ্রামে প্রকাশ্যে সাবির শেখ নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করে একদল দুষ্কৃতী। অভিযোগ, কাটোয়ার কাউন্সিলর জঙ্গল শেখের নেতৃত্বেই খুন করা হয়েছে সাবির কে। যদিও অভিযোগ মানতে নারাজ জঙ্গল শেখ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যান্য দিনের মত শনিবারও খাজুরডিহি গ্রামের নতুন হাটতলায় চা খেতে গিয়েছিলেন তৃণমূল কর্মী সাবির শেখ।  সেই সময় জনা চারেক দুষ্কৃতী হামলা চালায়। প্রাণ বাঁচাতে কোনও ক্রমে পুকুরে গিয়ে লাফ দেয় সাবির । দুষ্কৃতীরা পুকুরেও সাবিরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাবির শেখের। অভিযোগ উঠেছে কাটোয়ার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জঙ্গল শেখের বিরুদ্ধে।


কাটোয়া পুরসভা তৃণমূলের দখলে আনার মূল কারিগর জঙ্গল শেখ।  আগে সাবির শেখের সঙ্গে তার ঘনিষ্ঠতাই ছিল। বর্তমানে সাবির শেখ কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। জঙ্গল শেখের দাবি রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে  মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সাবির শেখ তৃণমূলের কর্মী। এবং খুনের পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে পুলিস আইনানুগ ব্যবস্থা নেবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।