টোল প্লাজায় ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা করলেও মিটল না সমস্যা
খুচরো সমস্যায় দীর্ঘদিন বন্ধ থাকার পর, অবশেষে টোলপ্লাজাগুলিতে শুরু হল টাকা নেওয়া। এখনও কাটেনি নোট-সঙ্কট। ফলে, গণ্ডগোলের আশঙ্কায় আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ক্যাশলেস ব্যবস্থার সুযোগ মিলবে টোলপ্লাজাগুলিতে। কিন্তু তাতেও কি সমস্যা মিটতে চলেছে? এখন এই প্রশ্নই সব থেকে বেশি করে দেখা দিয়েছে।
ওয়েব ডেস্ক : খুচরো সমস্যায় দীর্ঘদিন বন্ধ থাকার পর, অবশেষে টোলপ্লাজাগুলিতে শুরু হল টাকা নেওয়া। এখনও কাটেনি নোট-সঙ্কট। ফলে, গণ্ডগোলের আশঙ্কায় আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ক্যাশলেস ব্যবস্থার সুযোগ মিলবে টোলপ্লাজাগুলিতে। কিন্তু তাতেও কি সমস্যা মিটতে চলেছে? এখন এই প্রশ্নই সব থেকে বেশি করে দেখা দিয়েছে।
আরও পড়ুন- রাজ্যজুড়ে ATM ভোগান্তি
কারণ এই সমস্যা মেটানোর জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে শেষরক্ষা হল না। সমস্যা রয়েই গিয়েছে। আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন টোলপ্লাজায় ধরা পড়েছে ঝামেলার ছবি। খুচরোর জন্য ড্রাইভারদের সাথে টোল-কর্মীদের বচসায় গাড়ির লম্বা লাইন পড়ে যায়। বেলা যত বাড়ছে, ততই ঘোরালো হয়ে উঠছে পরিস্থিতি।