রাজ্যজুড়ে ATM ভোগান্তি
রাজ্যজুড়ে এটিএম ভোগান্তির ছবিতে বিশেষ বদল নেই। রাষ্ট্রায়ত্ত্বই হোক বা বেসরকারি ব্যাঙ্কের এটিএম, বেশিরভাগই বন্ধ। সামনে বড় বড় হরফে NO CASH বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ওয়েব ডেস্ক : রাজ্যজুড়ে এটিএম ভোগান্তির ছবিতে বিশেষ বদল নেই। রাষ্ট্রায়ত্ত্বই হোক বা বেসরকারি ব্যাঙ্কের এটিএম, বেশিরভাগই বন্ধ। সামনে বড় বড় হরফে NO CASH বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।
মাত্র হাতে গোনা কয়েকটি এটিএমই খোলা। বর্ধমান শহরের স্টেশন থেকে বীরহাটা, গোলাপবাগ ক্যাম্পাস থেকে কোর্ট কম্পাউন্ড, সব জায়গায় ছবিটা এক। আজ মাসের তৃতীয় দিন। অ্যাকাউন্টে স্যালারি এসে পড়ে রয়েছে। কিন্তু সেই টাকা হাতে পাওয়া নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। চাকুরিরতা থেকে পেনশন হোল্ডার, দুর্ভোগের শিকার সবাই।
আরও পড়ুন, #NoCash! মাসের তিন তারিখেও হাত ফাঁকা, ২০০০ ভাঙাতে জীবন জেরবার