ওয়েব ডেস্ক: আজ দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। ৭ জেলার মোট ৫৬টি বিধানসভা কেন্দ্রে আজ ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে আলিপুরদুয়ারের ৫টি, জলপাইগুড়ির ৭টি, দার্জিলিঙের ৬টি, উত্তর দিনাজপুরের ৯টি, দক্ষিণ দিনাজপুরের ৬টি, মালদহের ১২টি ও বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্র। ভাগ্য নির্ধারণ হবে ৩৮৪ জন প্রার্থীর। আজকের ভোটে সরকার- বিরোধী উভয়পক্ষেই হেভিওয়েটের ছড়াছড়ি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একনজরে দেখে নেওয়া যাক আজ নির্বাচনে বেলা ১২টা পর্যন্ত সবচেয়ে বড় ৫টি খবর-


১) বীরভূমের ইলামবাজারের ডুমরুট গ্রামে বিরোধী এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে সিপিআইএম ও বিজেপি কর্মীদের সঙ্গে শাসকদলের কর্মীদের হাতাহাতি বেঁধে যায়। গন্ডগোলের ঘটনায় গ্রেপ্তার ৩। আহতদের চিকিত্সা চলছে সিয়ান হাসপাতালে।



 


২) গোলমালের খবর এসেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকেও। অভিযোগ, গতকাল রাতে ২ নম্বর ওয়ার্ডের সেবকপল্লিতে জোটের অস্থায়ী অফিস তছনছ করে দুষ্কৃতীরা। কংগ্রেস সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে কংগ্রেস।



 


৩) ইংরেজবাজার বিধানসভার ১৬৩ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। মহিলা ভোটারের হয়ে ভোট দিলেন ভুয়ো এজেন্ট।



 


৪) ভোটের অন্য ছবি ময়ূরেশ্বরে। ব্রাহ্মণবহড়া গ্রামে ভোট দেওয়ার পর ভোটারদের মুড়ি, ঘুঘনি, বাতাসা দিল সব পক্ষই।



 


৫) জামাতে তৃণমূলের ব্যাজ লাগিয়ে ভোট দিতে যান অনুব্রত মণ্ডল। নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে রিপোর্ট তলব করলেন জেলাশাসক।