ওয়েব ডেস্ক : টাইগার সাফারির মজা এবার মিলবে উত্তরবঙ্গের বেঙ্গল সাফারিতে। সেই লক্ষ্যে আলিপুর চিড়িয়াখানা থেকে দুটি রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে যাওয়া হল উত্তরবঙ্গে। আজ সন্ধ্যায় সড়কপথে শিলিগুড়ি রওনা দিল স্নেহাশিস ও শীলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আন্দোলনে ঝাঁঝ বাড়াচ্ছে KLO


বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দুটি বাঘের বয়সই আড়াই বছর। কিছুদিন আগেই তাদের কলকাতায় আনা হয়েছিল ওড়িশার নন্দনকানন থেকে। এবার শিলিগুড়়ির অদূরে ২৮ হেক্টর আয়তনের এনক্লোজারে টাইগার সাফারির রোমাঞ্চ দেবে তারা। খুব শিগগিরই টাইগার সাফারির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়়ি সংলগ্ন মহানন্দা অভয়ারণ্যে তৈরি করা হয়েছে এই বেঙ্গল সাফারি।