ওয়েব ডেস্ক : দুর্ঘটনার কবলে টয়ট্রেন। কার্সিয়ঙের কাছে লাইনচ্যুত হল টয়ট্রেনটি। ৩ কোচ বিশিষ্ট ট্রেনটিতে মোট যাত্রী ছিলেন ৪০ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী যাত্রীদের কেউ হতাহত হননি। জানা গেছে, কার্সিয়ং থেকে দার্জিলিঙের দিকে যাচ্ছিল টয়ট্রেনটি। সেইসময় খারা খোলার কাছে দুর্ঘটনাটি ঘটে। লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটি। কার্সিয়ং থেকে খারা খোলার দূরত্ব প্রায় ৩ কিলোমিটার।


বর্ষা এখনও সেভাবে শুরু হয়নি। এখনও গরম চলছে। সমতল থেকে সবাই তাই ভিড় জমাচ্ছে পাহাড়ে। আর পাহাড় পর্যটনের মূল আকর্ষণই হল এই 'ছোট্ট খেলনা গাড়ি'। তবে, এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছে টয়ট্রেন।