ওয়েব ডেস্ক: তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত কেশিয়াড়ি। দুই গোষ্ঠীর সংঘর্ষে  ভাঙচুর হয়েছে দলীয় কার্যালয়। আহত দুই তৃণমূল কর্মী। উত্তেজনা থাকায় এলাকায় পুলিস মোতায়েন রয়েছে। কার ক্ষমতা বেশি। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে তৃণমূলের  দুই গোষ্ঠী নেতার ক্ষমতা জাহিরের লড়াই-এ উত্তপ্ত হয়ে উঠল কেশিয়াড়ি। কেশিয়াড়ির তৃণমূল ব্লক সভাপতি জগদীশ দাস  আর তৃণমূলের খেত মজদুর ইউনিয়নের নেতা ফটিকরঞ্জন পাহাড়ি। দুজনের  লড়াইয়ে ভাঙচুর হল তৃণমূল পার্টি অফিস। আহত দুই তৃণমূল সমর্থক।  তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে জগদীশ দাশ গোষ্ঠীর অনুগামীদের বিরুদ্ধে।


জগদীশ দাসের অনুগামীরা ফটিকরঞ্জন পাহাড়ির তৃণমূল খেত মজদুর ইউনিয়নের অফিসে গিয়ে কাজের দাবি জানাতে গেলে দু পক্ষের মধ্যে বচসা শুরু  হয়। আর এই বচসা থেকেই হাতাহাতি। পরে  ফটিকরঞ্জন পাহাড়ির অনুগামীরা হামলা চালাতে যায় বলে অভিযোগ। এত ঝামেলার পরেও দু পক্ষই ক্ষমতা দেখাতে এলাকায় বাইক মিছিল করে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিস মোতায়েন রয়েছে।