ওয়েব ডেস্ক: শুধু যেন আনুষ্ঠানিক ঘোষণাটুকুই বাকি ছিল। তৃণমূল নেত্রী প্রার্থী তালিকা প্রকাশ্যে আনতেই, জেলায় জেলায় জোরকদমে প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। গতকাল বিকেল থেকেই শুরু হয়ে যায় প্রচার-পর্ব। কোথাও দেওয়াল লিখন, আবার কোথাও প্রার্থীর সমর্থনে মিটিং-মিছিল।বনগাঁ উত্তর কেন্দ্রে রাতেই শুরু হয়ে যায় দেওয়াল লিখন। চুঁচুড়া বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের সমর্থনেও রাতেই চলে দেওয়াল লিখন। বাঁকুড়ায় প্রার্থী মিনতি মিশ্র নিজেই নেমে পড়েন প্রচার-অভিযানে। কর্মী-সমর্থকদের সঙ্গে বেরিয়ে, নিজের হাতেই রং-তুলি নিয়ে নেমে পড়েন দেওয়াল লিখতে। রাস্তায় ঘুরে ঘুরে প্রচারও সারেন। অন্যদিকে আবার, বর্ধমান দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই, উনত্রিশ নম্বর ওয়ার্ডে বাইক মিছিল করেন তৃণমূল সমর্থকরা। উনিশ নম্বর ওয়ার্ডেও মিছিল হয়। তমলুক বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্বেদ রায়ের সমর্থনেও রাতেই শুরু হয়ে যায় দেওয়াল লিখন।