উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্র
ভোট গ্রহণ-২৫ এপ্রিল, সোমবার
২০১৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা
দল | প্রার্থী | প্রাপ্ত ভোট |
সিপিএম | শুক্লা আদক | |
তৃণমূল | সমীর পাঁজা | |
বিজেপি | ভোলানাথ সাঁপুই |
২০১৪ লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী ভোট পরিসংখ্যানে এই কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
২০১১ বিধানসভা নির্বাচনের ফলাফল-
জয়ী তৃণমূল কংগ্রেস।
তৃণমূল প্রার্থী-সমীর পাঁজা ভোট- ৯১,৮৭৯।
বামফ্রন্ট প্রার্থী-চন্দ্রলেখা বাগ ভোট-৬৭,৯৮৮।