ওয়েব ডেস্ক: আজও বৃষ্টি হবে রাজ্য জুড়ে, আলিপুর আবহাওয়া দফতরের তেমনই পূর্বাভাস, নিম্নচাপের হাত ধরে বছরের প্রথম কালবৈশাখী হতে পারে আজ বিকেলে।


উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়। তার প্রভাবে গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হয়। পশ্চিম মেদিনীপুরের বেল পাহাড়িতে বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে। রাতভর দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতাতেও। আজ উত্তরবঙ্গ ও উপকূলীয় জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর। কলকাতায় বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলে কোথাও কোথাও ঝড়বৃষ্টি হতে পারে। (আরও পড়ুন- অদূরেই নিজের বাড়ি, সেখানে ঢোকার উপায় নেই মিনতি নাথের)