ওয়েব ডেস্ক: গ্রামবাসীদের তত্‍পরতায় এড়াল বড়সড় রেল দুর্ঘটনা। কোচবিহারের ঘুঘুমারিতে রেললাইনে ফাটল দেখা যায়। তা নজরে আসতেই লাল কাপড় দেখিয়ে ট্রেন থামান গ্রামবাসীরা। বেঁচে যায় অনেকগুলি প্রাণ।


প্রসঙ্গত, একদিন আগেই মধ্যরাতে ভয়াবহ রেল দুর্ঘনার সাক্ষী থেকেছে অন্ধ্রপ্রদেশের কুনুর। জগদলপুর থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল জগদলপুর-হিরাখণ্ড এক্সপ্রেস। রাত ১১টা নাগাদ লাইনচ্যুত হয় ট্রেনটির ৮টি কামরা। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ছিল ৩২। আহতদের ওড়িশা ও অন্ধ্রের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কোচবিহারের সজাগ গ্রামবাসীরা আজ আরেকটা ভয়াবহ দুর্ঘটনা হতে দেননি। লাইনে ঠিক কী ধরণের গণ্ডগোল ছিল সেবিষয়ে এখনও পর্যন্ত রেলের তরফ থেকে বিবৃতি পাওয়া যায়নি।


আরও পড়ুন- ফের বিনোদন পার্কে দুর্ঘটনা, রোপওয়ে সারাতে উঠে মৃত্যু কর্মীর