ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা হল। রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ। ১৮৯-৩১ ভোটে প্রস্তাব পাশ।  হিন্দিতে বঙ্গাল, ইংরেজিতে বেঙ্গল। এই প্রস্তাবও পাশ বিধানসভায়। ভোটাভুটির পর বামেদের কক্ষত্যাগ। আগেই কক্ষত্যাগ কংগ্রেসের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, বাংলায় পশ্চিমবঙ্গ, আর ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল-এই ছিল  স্বাধীনতার পর থেকে পদ্মার এপারে সবুজ শ্যামল বঙ্গভূমির পরিচয়। এবার তা বদলাতে চলেছে। রাজ্যের নতুন নাম হচ্ছে বঙ্গ অথবা বাংলা। ইংরেজিতে নাম হবে বেঙ্গল।


রাজ্যের নাম বদলের উদ্যোগ নেওয়া হয়েছে আগেও। বাংলায় পশ্চিমবঙ্গ আর ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল, দু'রকম নাম না রেখে রাজ্যের নাম শুধু পশ্চিমবঙ্গ করা হোক। রাজ্যের তরফে এমন প্রস্তাব আগেও গিয়েছিল কেন্দ্রের কাছে। কিন্তু তাতে সবুজ সংকেত মেলেনি।