ওয়েব ডেস্ক  : কোচবিহারে আজ ৯টি বিধানসভা আসনে ভোট। এবারই প্রথম ভোট দেবেন ভারতের অন্তর্ভুক্ত হওয়া প্রায় ১০ হাজার ছিটমহলবাসী। এই জেলার ভোটে যা বড় ফ্যাক্টর।


কোচবিহার বরাবর ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। যদিও, কমল গুহের মৃত্যুর পর ছেলে উদয়ন জার্সি বদলে এবার ঘাসফুল শিবিরে। রাজনীতির নয়া এই সমীকরণ ভোটে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। দিনহাটা থেকে লড়ছেন উদয়ন গুহ। তাঁর বিরুদ্ধে প্রার্থী ফরওয়ার্ড ব্লকের অক্ষয় ঠাকুর। নাটাবাড়িতে তৃণমূলের হয়ে লড়াইয়ে খোদ জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। বিরুদ্ধে লড়ছেন সিপিএমের তমসের আলি। মেখলিগঞ্জে শাসকদলের হয়ে লড়ছেন অর্ঘ্য রায়প্রধান।  তাঁর সঙ্গে লড়াই ফরওয়ার্ড ব্লকের পরেশ চন্দ্র অধিকারীর। মাথাভাঙায় লড়াইটা দুই বর্মনের মধ্যে। তৃণমূলের হয়ে ময়দানে বিনয় বর্মণ। প্রতিপক্ষ CPM-এর খগেন বর্মণ।