ওয়েব ডেস্ক: সোমবার বিধাননগরে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় অবশেষে গ্রেফতারি। আজ ভোরে এক ভেড়ি কর্মীকে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, মাছ ধরা নিয়ে ঝামেলার জেরেই মাছ ধরার খোঁচ দিয়ে কুপিয়ে খুন করা হয় মহিলাকে। পুলিসি জেরায় ইতিমধ্যেই খুনের স্বীকার করেছে ধৃত ভূপাল  মণ্ডল।


গত পরশু ছোট ছয়নাভির ভেড়ির মধ্যেই মহিলার গলাকাটা ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে ওই ভেড়িতেই পাহারাদারের কাজ করতেন নিহত মহিলা। সেই সূত্র ধরেই আজ ভোরে গোপাল মণ্ডলকে গ্রেফতার করে পুলিস।